২০২৫ সালে বাংলাদেশে ফ্রিজের সর্বশেষ আপডেট দাম কত? ঈদুল আযহা উপলক্ষে কোন কোন ফ্রিজে রয়েছে ধামাকা অফার? যানুন ভালো ফ্রিজ কেনার গাইডলাইন।

 


  • ২০২৫ সালে ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশের ফ্রিজের দাম ও বিভিন্ন কোম্পানির ধামাকা অফার।

ফ্রিজ হচ্ছে ঘরের অন্যতম প্রয়োজনীয় ও সৌন্দর্য বর্ধনকারী একটি আসবাবপত্র। ঈদ  আসছে পবিত্র ঈদুল আযহা তে অনেকেই কুরবানির মাংস সংরক্ষণ করে রাখার জন্য প্রয়োজনীয় একটি পণ্য হিসেবে ফ্রিজ ক্রয় করে থাকেন । বাজারে বিভিন্ন দামে বিভিন্ন কোম্পানির ফ্রিজ রয়েছে লো বাজেট থেকে শুরু করে আপার বাজেটের অনেক ফ্রিজ আপনাদের কেনার বাজেটে থাকতে পারে। তাই নিচে একটি তালিকা দিয়ে দিচ্ছি এখান থেকে বিভিন্ন কোম্পানির ফ্রিজের দাম সম্পর্কে এটি ধারণা পেতে পারেন


ফ্রিজের মডেল ধারণ ক্ষমতা(লিটার)দাম(টাকা)অবস্থান
         Walton WFD-1B6-GDEL-XX 
১৩২ লি:২৪,৮০০খুলনা
Samsung RB21KMFH5RH/D3 ২১৮লি: ৪৯,৯০০ঢাকা
Walton Refrigerator WFB-1G7-GDSH-XX ১৭৭লি:৩২,৩০১ঢাকা
VISION Glass Door RE-150 ১৫০লি:২৯৮০০ঢাকা
Whirlpool Neofresh Inverter INV 278GD ২৬৫লি:৫৪,৯৮৯ঢাকা
Walton Wni-5F3-Gdel-Xx  563L ৩৩২ লি: ৭৯,৫৫০চট্টগ্রাম
Hisense 566L Side by Side RS67W4NV ৫৫৬ লি: ৯৭,৮৮৭ঢাকা
Samsung RT37K5532UT/D3 345L ৩৪৫ লি: ৮৫,৯০০ঢাকা


  • সেরা দামে সেরা ফ্রিজ পেতে বিশ্লেষণ: কত দামে কোন ফ্রিজটি কিনলে আপনি সবথেকে লাভবান হতে পারেন?

ফ্রিজের দাম নির্ভর করে ফ্রিজের ধারণ ক্ষমতা প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং কোম্পানি ভিত্তিক বিশেষ অফারের উপর। 
আপনার বাজেটের উপর নির্ভর করে সেরা পণ্যটি পেতে বাজেট ভিত্তিক একটি মূল্য তালিকা নিচে দেওয়া হল:

  • স্বল্প মূল্যে বাজেট ফ্রেন্ডলি ফ্রিজ (২৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে)

যারা স্বল্প মূল্যে সর্বোচ্চ ভালো একটি পণ্য খুঁজছেন তাদের জন্য এই দুটি ফ্রিজ হতে পারে সেরা দুটি পণ্য, পণ্য দুটির মডেল ও দাম নিচে দেওয়া হল: 
১। Walton WFD-1B6-GDEL-XX (132L,--------- ২৪,৮০০টাকা) 
২। VISION Glass Door RE-150 (150L------------ ২৯,৮০০ টাকা) 



  • মাঝামাঝি বাজেটের ফ্রিজ (৪০ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে)
যারা ইনভার্টার প্রযুক্তি সম্পূর্ণ বিদ্যুৎ সাশ্রয়ী একটি ভালো মানের ফ্রিজ কিনতে চান, তাদের জন্য আরও দুটি মাঝামাঝি বাজেটের ফ্রিজ সাজেস্ট করতে পারি তালিকাটি নিচে দেওয়া হল:

১। Whirlpool Neofresh Inverter INV 278GD (২৬৫লি:-----------দাম: ৫৪,৯৮৯ টাকা) 
২। Samsung RB21KMFH5RH/D3 (২১৮লি:------------ দাম: ৪৯,৯০০ টাকা) 


  • প্রিমিয়াম বাজেটে ফ্রিজ(৭০ হাজার টাকা থেকে 2 লক্ষ টাকার মধ্যে)
আকারে বড় ফ্রিজ সাইড বাই সাইড যদি কিনতে চান।  ফ্রিজের মডেল সহ দাম নিচের দিয়ে দেওয়া হল: 
১। Hisense 566L Side by Side (৯৭,৮৮৭ টাকা) ।
২। Haier 630L No Frost (১,৪৮,১০৫ টাকা) ।

  • ঈদ উপলক্ষে ফ্রিজ কেনার কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ:

সঠিক ধারণক্ষমতা নিশ্চিত করুন:
  • ছোট পরিবারের জন্য : ১৫০লি: – ২৫০লি: পর্যন্ত কিনতে পারেন। 
  •  মাঝারি পরিবার হিসেবে কিনতে পারেন : ২৫০লি – ৪০০লি পর্যন্ত
  •  পরিবার হিসেবে কিনতে পারেন : ২৫০লি – ৪০০লি পর্যন্ত: ৪০০লি+ (সাইট বাই সাইট )

এনার্জি রেটিং চেক করে তারপরে ফ্রিজ কিনুন: 

ফ্রিজ কেনার আগে ফ্রিজের এনার্জি রেটিং ৩ থেকে ৫ এর মধ্যে আছে কিনা চেক করে কিনুন। এতে আপনার বাসার বিদ্যুৎ সাশ্রয়ী হবে। 


  • ঈদ অফার বা বিভিন্ন কোম্পানির ডিসকাউন্ট চেক করুন: 
ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে একক পণ্য হিসেবে ফ্রিজ সবথেকে বেশি  ও বিক্রয় করা হয় । তাই ঈদকে উপলক্ষ করে সারা দেশে ফ্রিজ কোম্পানিগুলো বিভিন্ন ধামাকা অফার দিয়ে থাকে। তাই ফ্রিজ কেনার আগে বিভিন্ন কোম্পানির অফার দেখে বিবেচনা করুন যেখানে স্বল্প মূল্যে সবথেকে ভালো পণ্যটি পাবেন সেখান থেকে কিনুন। 


  • ফ্রিজ টি কেনার পরে কম্প্রেসার ওয়ারেন্টি অথবা আফটার সেল সার্ভিস বিবেচনা করতে পারেন


  • ফ্রিজ কেনার সময় করণীয়:
উল্লিখিত ফ্রিজের দাম ব্রান্ডের শোরুম এবং অনলাইন প্লাটফর্মের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে । তাই ফ্রিজ কেনার আগে দামের যে পরিবর্তন সে বিষয়টি মাথায় রেখে সবশেষ আপডেট দাম সম্পর্কে জেনে নিতে পারেন। এবং ফ্রিজ কিনতে গিয়ে দামের ক্ষেত্রে অবশ্যই বার্গেনিং করবেন দাম দর করে ফ্রিজ কিনবেন। এতে উল্লেখিত কোম্পানির অফার কিংবা গিফট সম্পর্কে জানতে পারবেন । বেশিরভাগ ব্র্যান্ডের শোরুমে মূল্য নিয়ে আলোচনা করা যায় এক্ষেত্রে পণ্যটির প্রকৃত দাম অথবা কোম্পানি কর্তৃক বিশেষ অফার সম্পর্কে সহজেই জানতে পারবেন। 


সবশেষ একটি ফাইনাল সাজেশন দিতে চাই যাতে করে আপনাদের জন্য উপযুক্ত ফ্রিজটির যাচাই করতে সুবিধা হয়।

✅ সর্বোচ্চ ভ্যালু ফর মানি হিসেবে মিড রেঞ্জের মধ্যে: Whirlpool Neofresh Inverter INV 278GD (২৬৫লি, ৫৪,৯৮৯ টাকা দিয়ে এই ফ্রিজটি কিনতে পারেন। 
✅ স্বল্প বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স পেতে চাইলে ওয়ালটনের: Walton WFD-1B6-GDEL-XX (১৩২লি), ২৪,৮০০ টাকা দিয়ে এই ফ্রিজটি কিনতে পারেন। 
✅ আপনার বাজেট যদি প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে তাহলে হাইসেন্স কোম্পানির: Hisense ৫৬৬লি: ধারণ ক্ষমতার সাইড বাই সাইড  (৯৭,৮৮৭ টাকা) কিনে নিতে পারেন এই ফ্রিজটি। 






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url